তাজমহলে নেই দেবদেবীর মূর্তি
ভারতের তাজমহলে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি নেই বলে স্পষ্ট জানিয়েছে দেশটির প্রত্নতাত্ত্বিক বিভাগ (এএসআই)। তারা আরও জানিয়েছে, কোনো মন্দিরের জমিতে তাজমহল নির্মিত হয়নি। তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত এস গোখলের প্রশ্নের জবাবে এসব কথা জানায় এএসআই। সম্প্রতি গোখলে একটি আরটিআই…